কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা ,৫ অপহরণকারীকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক , ১৭ ফেব্রুয়ারি, ২০১০ ।। কুষ্টিয়ায় এস এস সি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে স্থানীয় জনতার হাতে আটকের পর ৫ অপহরণকারীকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। উক্ত ছাত্রী হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
ঘটনাটি ঘটে আজ সোমাবার (১৭ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের মাঠে ব্রীজের নিকট ।প্রত্যক্ষদর্শীর সূত্রে জানাযায়, প্রতিদিনের মত ঐ স্কুল পরীক্ষার্থী আজও ঘটনার সময় পরীক্ষা দেওয়ার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৪ জন অপহরণকারী ইবি থানার বেড় বারাদী গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হাসান রকিব(২০) একই এলাকার রবিউল ইসলামের ছেলে রবিউস সানি হামজা (১৮) বিষ্ণুদিয়া গ্রামের এ কে বদিউজ্জামান লাল্টুর ছেলে সাকিব খান(২৫), ও হরিনাকুন্ডু থানার দবিলা গ্রামেত মুক্তার মুন্সীর ছেলে শাহিনুর রহমান ওরফে ভিলেন রাজু (২১)। এ ছাড়া মাইক্রোবাস চালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার একতারপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে আসাদুল(৫০) মাইক্রোবাস থামিয়ে ওই ছাত্রীকে জোর পূর্বক একটি মাইক্রোবাস( ঢাকা মেট্টো-চ ১৫- ৩৭১৮) গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে। পরে গাড়িসহ অপহরণকারীদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়।
পরে সংবাদ পেয়ে হরিনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আলম ঘটনাস্থলে এসে অপহরণকারীদের জনতার হাত উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে ইবি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এলাকাবাসী জানান, অপহরণকারীদের নেতৃত্বদানকারী একজন টিউশন মাস্টার। সে তার ছাত্রদের নিয়ে এই অপহরণের চেষ্টা করে। ঘটনার পর থেকে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য এলাকাবাসী ও অভিভাবক প্রশাসনের কাছে জোর দাবী করছে। তবে কেন কি উদ্দেশ্যে ওই ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। কুষ্টিয়ার ইবি থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত অপহরণকারীদের নিয়ে এসে কুষ্টিয়া ডিবি পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদ চলছিল।